চেয়ার প্রেমিকা লেখক: চিত্রসেন যিনিই বসিবেন চেয়ারে বাঁধিব তাহারে পেয়ারে না শুনিলে কথা মোর করিব আঁধার হইলেও ভোর শুনিলে কথা, হইবো পৃথা রাখিব অতি আদরে| (আহা মরি মরি) চায়ের সঙ্গে দিব মুড়ী সঙ্গে থাকিবে ভাজা ঝুড়ী গলিব প্রেমে ঘড়ি ঘড়ি খসিলে চুন, হইতে পান ফাঁসাইবো ভুড়ি| (আহা মরি মরি) প্রভাতে আসিব তোমার সনে (কর্ম ক্ষেত্রে) হানিব দৄষ্টি শেল চকিত নয়ণে পতি রূপী চাকর থাকিবে পিছনে (একই ক্ষেত্রে কর্মরত) অভিনয়ে ভরিব ঝুলি, প্রভূত ধনে মানে করিলে বাধা পতি বা অন্যকেহ বজ্র নির্ঘোষে চালাইব চাকু ছুড়ি| (আহা মরি মরি) তোমার পাশেতে থাকিয়া দেখাইব নিজেকে হাঁকিয়া যাহা দিতে পারে নাই পতি পরমেশ্বর পুরাইব আশা এ দেহের নশ্বর বনিলে কেহ, কাবাবে হাড্ডি সবলে হানিব দন্তমূলে নূড়ি| (আহা মরি মরি) দিনকাল বড়ই খারাপ ভরিয়াছে স্থান দূর্মুখ আর নিন্দুকে রাখিয়া প্রেম-প্রীতি সিন্দুকে| ধাইছে মুখব্যাদানে আরাব করি (অবিরত) আমিও তৈয়ার আছি, পাইলে সুযোগ কাটিব খুটার দড়ি| (আহা মরি মরি) কর্মক্ষেত্রে হইব লুক বিজি (গোপনে ব’লি) কর্ম আমার সবই হিজি-বিজি থাকিতে প্রেমাস্পাদ, কিবা নিশি কিবা ভোর কে বলিবে মোরে চোর? যদিও পুকুর চুরি করিয়াছি| (আহা মরি মরি) |