আজ আলিপুরদুয়ার কোর্ট সংলগ্ন ময়্দানে আলিপুরদুয়ারে তৃণমূল যুব কংগ্রেসের নামে হাজার পাঁচেক লোকের এক জনসভা অনুষ্ঠিত হয়| জেলার তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা সহ মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাতুষ্পুত্র সর্ব ভারতীয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় বক্তব্য রাখেন| যদিও সভা তৃণমূল যুব কংগ্রেসের নামে ডাকা হয়েছিল কিন্তু যুবকদের তেমন কোন লক্ষনীয় উপস্থিতি দেখা যায় নি| প্রকৃতপক্ষে সভাটি তৃণমূল কংগ্রেসের সভার রূপ নেয়| লক্ষনীয় ভাবে আলিপুরদুয়ার সহরের লোকজনের উপস্থিতিও খুবই কম দেখা গেছে| ট্রাকে বাসে সন্নিহিত কালচিনি ইত্যাদি ব্লক গুলি থেকে আসা গ্রামীণ লোকেদের উপস্থিতিই ছিলো বেশী| অভিষেক বন্দোপাধ্যায় তার ভাষণে সর্ব প্রথম স্থানীয় বিধায়ক দেবপ্রসাদ রায়ের তীব্র সমালোচনা করেন এবং বলেন দেবপ্রসাদ রায় আলিপুরদুয়ারের কোনই উন্নতির চেষ্ঠা করেন নি’ বরং তৃণমূল সরকারই আলিপুরদুয়ারবাসীকে জেলা উপহার দিয়েছে| এর পর তিনি বামফ্রন্ট ও বিজেপীরও প্রচন্ড সমালোচনা করেন,যদিও তাঁর ভাষণে প্রচুর পরিসংখন্গত ও ঘ্ট্নাক্রমগত অসংগতি দেখা গেছে| তবে তাঁর উত্তেজক বক্তৃতা শুনে সভায় উপস্থিত তৃণমূল সমর্থকেরা কয়েকবার হাততালি দেন| অভিষেক বন্দোপাধ্যায়ের পূর্ববর্তী বক্তা কংগ্রেস থেকে আগত আলিপুরদুয়ার জেলাপরিষদের সদ্য নির্বাচিত সভাধিপতি মোহন শর্মা য্খন অভিষেক বন্দোপাধ্যায়কে অভিষেক বচ্চন বলে সম্বোধন করেন তখন সভায় হাসির রোল শোনা যায়| ফটো : অভিষেক বন্দোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতারা |