তৃণমূলীয় রাজনীতির অন্ধকার আচ্ছ্ন্ন দিক গুলির সংগে বংগবাসী ধীরে ধীরে পরিচিত হইতেছেন| বংগবাসী বামফ্রন্ট কে খেদাইয়া দিদিকে বাংলার মশনদে বসাইয়াছিলেন অনেক আশা লইয়া|শিব গড়িতে বাঁদর গড়িয়া উঠিল কিনা এই প্রশ্ন সকল বংগবাসীকে চিন্তিত করিয়া তুলিয়াছে| প্রশ্নগুলি কি কি নিম্নে ফটো নিউজে পড়িয়া দেখুন| উত্তরব্ঙ্গ সংবাদ হইতে গৃহীত |