পৌরাণিক অসুর নয়, মানুষ অসুর সম্প্রদায়ের নানা সমস্যা নিয়ে তাদের সংগে বৈঠক করলেন সশস্ত্র সীমা বলের (এস এস বি) কর্তারা|ভুটান সীমান্তের প্রতন্তে ক্যরন চা বাগানে অসুরদের নিজস্ব মহল্লা কারি লাইনে শনিবার বৈথক অনুস্ঠিত হয়| এস এস বি-র ১৭ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে এদিনের বৈঠকে সীমান্তবর্তী এই বাসিন্দাদের দেশের সুরক্ষা নিস্চিত করতে জওয়ানদের সহয়োগিতার আহ্বান করা হ্য়| বৈঠ্কে উপস্থিত ছিলেন এস এস বি-র সহ্কারী সেনাধক্ষ এইচ মণি সিং| বাসিন্দারা সবরকম সহয়োগিতার আশ্বাস দেন| |