এবার বিদেশি মুদ্রা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন যোগ গুরু বাবা রামদেব।
অনশনে বসেছিলেন কালো টাকা দেশে ফেরানোর দাবিতে। কালো টাকার বিরুদ্ধে সরব
হয়েছিলেন তিনি।
তিনি ও তাঁর হরিদ্বারস্থিত সংস্থা এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর নজরে। শুরু হতে পারে তার তদন্ত। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র রিপোর্ট অনুযায়ী ওই সংস্থা বিদেশ থেকে প্রচুর সন্দেহজনক মুদ্রা আমদানি করেছে। রামদেব বলেছেন এটি কংগ্রেস সরকারের চক্রান্ত , তিনি নির্দোষ| |