চরম দূর্নীতিগ্রস্থ কেন্দ্রীয় সরকার ২০১৪ সালের ভোটকে পাখীর চক্ষু করিয়া দলের মুখ রক্ষার্থে মন্ত্রী সভায় রদ বদলে উদ্দ্যগী হইয়াছেন| ইহা দেশবাসী কে আরও একবার বিভ্রান্ত ও বোকা বানাইবার প্রচেষ্ঠা ছাড়া আর কি হাইতে পারে? ইউপিএ মন্ত্রীসভার মোটামুটি গত তিন বছরের কলংকিত দূর্নীতি ও রাজনৈতীক দূর্বৃত্তায়নের ইতিহাস জনগন কি এতো সহজেই ভুলিয়া যাইবেন? জনতার রক্ত চোষা এই সরকার কি ভাবিতেছেন রদ বদল নামক মূখোষ টি লাগাইয়া ফেলিলেই জন্গণ আবার কংগ্রেস কেই ভোট দিবেন? আসলে যে প্রক্রিয়াটি এই মূহুর্তে প্রয়োজন তাহা হইলো মন্ত্রী ও নেতাদের মানাসিকতার পরিবর্তন| মনমোহন ও সনিয়া ওই সুদ্ধীকরন প্রক্রিয়ার ধারে কাছে না গিয়া এতদিন চোর কে সাধূ সাজাইবার পঙ্কিল খেলায় মাতিয়া ছিলেন| যদিও কংগ্রেস তাহাদের পূর্বসূরী প্রাক্তন প্রধাণ মন্ত্রী ইন্দিরা গান্ধীর "কামরাজ প্ল্যানের" অনূরূপ পথেই হাঁটিতেছেন কিন্তু এই কথাটি ভুলিতেছেন যে ইন্দিরার মন্ত্রীসভার মন্ত্রীদের বা মন্ত্রীসভার এতো ঘোটালার ইতিহাস ছিলো না| তাই তখন "কামরাজ প্ল্যানের"সুফল ফলিয়াছিলো |এখন তো পর্বত পরিমান দূর্নীতির কারণে অবস্থা সম্পূর্ন বিপরীত| তাই ২০১৪ এর ভোটে চিড়া ভিজিবে কিনা বলা মুশকিল| |