১২ ই ফেব্রুয়ারী ২০১৪ আদিবাসী পরিষদের ডাকা মাল বাজার আর্মি গ্রাউন্ডে এক বিশাল জনসভায় উত্তর বংগের জন্য এক গুচ্ছ প্রকল্পের শীলান্যস করলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়| এই সভায় প্রায় চল্লিশ হাজার লোক উপস্থিত ছিলেন| বোড়ো,রাভা,আদিবাসী,রাজবংশী ও অন্যান্য জনজাতিরা এই সমস্ত প্রকল্পগুলি থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন ব’লে মূখ্যমন্ত্রী জানান| আদিবাসী বিকাশ পরিষদের পক্ষে বিরসা তির্কী ও পরিষদের সর্ব ভারতীয় সভাপতি শ্রী দামো আদিবাসী্দের বিভিন্ন দাবী দাওয়া পূরণ হওয়ায় মূখ্যমন্ত্রীর ভূয়্সী প্রশংসা করেন| বোড়ো সমাজের তরফে মঞ্চে উপস্থিত শ্রী অতুল সুবাকে শাল পরিয়ে মূখ্যমন্ত্রী বরণ করেন| লেপচা সম্প্রদায়ের প্রতিনিধিকেও মূখ্যমন্ত্রী বরণ করেন| |