সংবাদ সংস্থার খবরে প্রকাশ যে পশ্চিম বংগের উন্নয়নের জন্য মনমোহন সিংহ টাকা দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। কিন্তু এলাকা উন্নয়নের জন্য সাংসদদের যে টাকা দেওয়া হয় (এমপিল্যাড), তা রাজ্য সরকার কেন খরচ করতে পারছে না, সেই প্রশ্ন তুলল কেন্দ্র। কেন্দ্রীয় কর্মসূচি রূপায়ণ মন্ত্রী সুবোধকান্ত সহায়ের দাবি, তহবিল মঞ্জুর হওয়া সত্ত্বেও গত তিন বছরে পশ্চিমবঙ্গ এমপিল্যাডের ১৩৪ কোটি ৯০ লক্ষ টাকা খরচ করতে পারেনি। কেন্দ্রের এই অভিযোগ উড়িয়ে মুখ্যমন্ত্রীর পাল্টা বক্তব্য, টাকা খরচ না হওয়ার পিছনে মূল কারণ, কেন্দ্রের ভ্রান্ত নীতি। সেই কারণে শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও অনেক রাজ্যই এমপিল্যাডের টাকা খরচ করে উঠতে পারেনি। লোকসভার সচিবালয় থেকে পাওয়া তথ্য বলছে, পশ্চিমবঙ্গের ৪২ জন লোকসভা সদস্যের জন্য ২০০৯ সালের এপ্রিল থেকে ২০১২ সালের মার্চ মাস পর্যন্ত এলাকা উন্নয়ন তহবিল খাতে ৩৬০ কোটি ৫০ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। এর মধ্যে খরচ হয়েছে ১৯৪ কোটি ১৩ লক্ষ ৩৫ হাজার টাকা মাত্র। |