গত রবিবার সিঙ্গুরে এক জনসভায় বেচারামবাবু অভিযোগ করেছিলেন, টাটা-সিপিএম একজোট হয়ে এবং তাদের অনুগত বিচারককে দিয়ে সিঙ্গুরের জমি-মামলায় সরকারকে হারিয়ে দিয়েছে। বিচার-ব্যবস্থার প্রতি উক্ত ‘বিরূপ মন্তব্য’ করায় পঃ বঙ্গের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার ফৌজদারি মামলা শুরু করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার মামলার রুলিং দিয়ে হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি প্রতাপ রায় ও বিচারপতি সুবল বৈদ্যের ডিভিশন বেঞ্চ ১৮ ডিসেম্বর বেচারামবাবুকে কোর্টে তলব করেছেন। সে দিন তাঁকে আদালতের সামনে দাঁড়িয়ে ব্যাখ্যা করতে হবে, ওই মন্তব্যের জন্য কেন তাঁকে জেলে পাঠানো হবে না। |