সাত শতাংশ ডিএ ঘোষণা, কমছে না ক্ষোভ বকেয়া ৪৯ শতাংশ ডিএ না পাওয়াতে ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে অবশেষে শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সাত শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়| ফলে কেন্দ্রের তুলনায় বকেয়া ডিএ’র পরিমান যেখানে ছিল ৪৯ শতাংশ তা কমে দাড়ালো ৪২ শতাংশে| মূখ্যমন্ত্রীর এদিনের ঘোষণায় কর্মীমহলে কিছুটা স্বস্তি ফিরলেও তাদের বড় অংশই খুশি নন| বিরোধী কর্মচারী সংগঠ্ন এর তীব্র বিরোধিত করে ইতিমধ্যেই আন্দোলনে নামার হুমকি দিয়েছে| এমনকী তৃণমূলের কর্মচারী সংগঠন ও সন্তুষ্ট নয়| মূখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সন্মেলনে অবশ্য বলেছেন প্রত্যেক নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়িয়ে দেয়| আমরা তার সঙ্গে কী করে তাল মিলিয়ে দেব| |