আজ মা মাটি মানুষ সরকারের আরো একটি ভয়ংকর রূপের সংগে পস্চিম বংগের জনগন পরিচিত হলেন| খবর তৃণমূলীয় গোষ্ঠী কোন্দলের জেরে দুইজন হত হয়েছেন| দেখা যাক সংবাদ মাধ্যম গুলি কি বলছেন| এখন প্রশ্ন হ’ল তৃণমূলীয় সামন্তপ্রভুরা নিজেদের মধ্যে কেন এই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছেন? তাঁদের এই মারামারিতে মা মাটি মানুষের কি উপকার হবে? কিসের লোভে মধ্যযুগীয় কায়্দায় এই হানাহানি? যদি এই রক্তাক্ত অধ্যায়গুলি নিছ্ক তৃণমূলীয় সামন্তপ্রভুদের নিহিত স্বার্থে হয়ে থাকে, তবে বংগীয় জনগন তৄণমূলের মোহমুক্ত হ’য়ে নূতন ভাবে ভাবনা চিন্তা সুরু করতে বাধ্য হবেন কি? |